December 5, 2025 - 11:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeখেলাধূলামুশফিকের শততম টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

মুশফিকের শততম টেস্টে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের

spot_img

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের শততম টেস্টে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিক। তার শততম টেস্ট স্মরণীয় করে রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট জিতে সিরিজ জয়ের স্বাদ নিতে চায় টাইগাররা।

প্রথম টেস্টে ইনিংস এবং ৪৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ড্র বা জয়, সিরিজ জয়ের স্বাদ দেবে টাইগারদের। তবে এই টেস্টে পুরো স্পটলাইট থাকবে মুশফিকের দিকে। ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শততম টেস্ট খেলতে নামবেন তিনি।

মুশফিকের অনন্য মাইলফলকের ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ। দলের প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘আমাদের তার পেশাদারিত্ব, তার দীর্ঘমেয়াদি পথচলা এবং বাংলাদেশের হয়ে খেলার প্রতি অকৃত্রিম আকাঙ্খা, এসবকে স্বীকার করতেই হবে। কারণ বাংলাদেশ বছরে ১৫টি টেস্ট ম্যাচ খেলে না, সেখানে তার শততম টেস্ট ম্যাচ খেলা দুর্দান্ত। এই মাইলফলকে পৌঁছাতে তার অনেক সময় লেগেছে, এটা আমাদের উপলব্ধি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘মুশফিকের সাথে স্বল্প সময়ে কাজ করার যে অভিজ্ঞতা, তাতে বলতে পারি তার পেশাদারিত্ব উঁচুমানের এবং কাল যখন শততম টেস্টের উপলক্ষটি আসবে, আমি অত্যন্ত খুশি হব।’

শততম টেস্টে মুশফিককে সম্মান জানানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে বাংলাদেশ। আইরিশদের সাথে দুই টেস্ট খেলে, শতভাগ জয় পেয়েছে টাইগাররা। যদিও বাংলাদেশের টেস্ট রেকর্ড হতাশাজনক। কারণ ২০০০ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলে মাত্র ২৪টি টেস্ট জিতেছে বাংলাদেশ।

প্রথম টেস্টের একাদশ অব্যাহত রেখেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামতে চাইবে বাংলাদেশ। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, সিরিজ হার এড়াতে শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া সফরকারী আয়ারল্যান্ড। প্রথম টেস্টের একাদশে পরিবর্তন আনতে পারে তারা।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও হাসান মুরাদ।

আয়ারল্যান্ড দল : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিভেন ডোহেনি, গ্যাভিন হোয়ে, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...