![]() |

বিনোদন ডেস্ক: পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। আর এ সুখবর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের তারকা জুটি নিজেরাই জানিয়েছেন।
এদিন এই খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা।’ আর নতুন এই মা-বাবাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারা।

এর আগে গত সেপ্টেম্বরে এই তারকা জুটি জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। যদিও এর আগ পর্যন্ত নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। তখন এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বাবা হওয়ার জন্য অপেক্ষায় আছেন তিনি। বলেছিলেন, বাবা হওয়া আশীর্বাদের মতো। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের কোলে এল পুত্রসন্তান।
বিয়ের সাড়ে তিন বছর পর সন্তান এল ক্যাটরিনা-ভিকির সংসারে। এর আগে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন স্বামী অভিনেতা। এ ব্যাপারে সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেছিলেন, আমার কাছে মনে হচ্ছে, বাড়ি থেকে আর বের হব না।
প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
| মা হলেন ক্যাটরিনা https://corporatesangbad.com/526294/ |