চুয়াডাঙ্গা প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গার বর্ণাঢ্য আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা সমবায় অফিসের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং শ্বেতকপোত অবমুক্ত করণের মধ্যদিয়ে দিবসটির শুভসূচনা করা হয়। পরে একই স্থান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আয়েশা আক্তার রিক্তার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার আব্দুল আওয়াল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ।
আলোচনা সভার সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সম্পাদক আব্দুল আলিম, জীবননগরের হেলথ বহুমুখী সমবায় সমিতির সভাপতি মুক্তার হোসেন।
আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইশতিয়াক মাহবুদ রাফি ও গীতাপাঠ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী স্বর্ণা রানী শেখ।
আলোচনা সভার শেষে জেলার ৫ জন সফল সমবায়ীদের মধ্যে ক্রেস্ট ও আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী ব্যক্তিদের মধ্যে চেক বিতরণ এবং অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামকে সমবায় অফিসের পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট প্রদান করা হয়।


