January 14, 2026 - 2:06 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeজাতীয়ভারতের সঙ্গে ১টি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের সঙ্গে ১টি চুক্তি বাতিল, কিছু পর্যালোচনায় আছে: পররাষ্ট্র উপদেষ্টা

spot_img

কর্পোরেট সংবাদ ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল করেছে, আর আদানি বিদ্যুৎ চুক্তিসহ কয়েকটি চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের প্রক্রিয়ায় রয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত শুধু একটি চুক্তিই বাতিল করা হয়েছে। সেটি হলো টাগবোট কেনার চুক্তি। পর্যালোচনায় দেখা গেছে, প্রকল্পটি বাংলাদেশের জন্য লাভজনক নয়। টাগবোট কেনার চুক্তি বাতিলের সিদ্ধান্তটি ঢাকা ও নয়াদিল্লির পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নেয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও বলেন, সরকার বর্তমানে আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পুনর্মূল্যায়ন করছে। ভারত-অর্থায়িত কিছু প্রকল্প বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তেমন বাস্তবসম্মত বা সুবিধাজনক নয় মনে হওয়ায় সেগুলোও পর্যালোচনায় রয়েছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আপডেট পাওয়া যায়নি। ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় ভারতকে পাঠানো বাংলাদেশের প্রতিবাদের জবাবও এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।

এ ঘটনায় ভারতের বক্তব্য গ্রহণ করা হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ ও ভারতের আইনে এমন কর্মকাণ্ড নিষিদ্ধ। আমরা বিচার দাবি করেছি এবং আশা করি, ভারত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেবে।

পাকিস্তানের অর্থমন্ত্রীর আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনে আগ্রহী। স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধার ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এমন সফরকে আমরা স্বাগত জানাই। আওয়ামী লীগ সরকারের আমলে এসব সম্পর্ক ইচ্ছাকৃতভাবে সীমিত করা হয়েছিল। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রয়েছে, আমরা সে দিকেই এগুচ্ছি।

জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষীদের সংখ্যা হ্রাসের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট হ্রাসের ফলেই এই হ্রাস করা হয়েছে। বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রত্যাবাসনের বিষয়ে জাতিসংঘ ঢাকাকে অবহিত করেনি, এমন অভিযোগ নাকচ করে দেন উপদেষ্টা।

তিনি বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীদের সংখ্যা হ্রাস যাতে আনুপাতিক মাত্রার নিচে থাকে, তা নিশ্চিত করতে ঢাকা জাতিসংঘের সাথে যোগাযোগ করে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নির্বাচন উপলক্ষে বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিদেশি নাগরিকদের আগমন, অবস্থান ও প্রস্থান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আগমনী ভিসাসহ (অন...

মুসলিম ব্রাদারহুডের তিন শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ট্রাম্প প্রশাসন

ইমা এলিস, নিউ ইয়র্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্যভিত্তিক মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার অঙ্গীকার বাস্তবায়ন করেছে। এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট...

বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

ইমা এলিস, নিউ ইয়র্ক: ২০২৬ সালের প্রথম ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে চতুর্থ কোনো বন্দির মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা...

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন পড়ে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের নাখোন রাতচাসিমা প্রদেশে ভয়াবহ এক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। চলন্ত যাত্রীবাহী ট্রেনে একটি নির্মাণাধীন ক্রেন পড়ে অন্তত ২২ জন নিহত এবং...

সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার...

সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

অর্থ-বাণিজ্য ডেস্ক: সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বুধবার (১৪ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ...

মানভেদে সর্বোচ্চ ১২ বার হাইস্কুল পরিদর্শনের নির্দেশনা মাউশির

দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে একাডেমিক সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম জোরদার করতে নতুন পরিদর্শন নির্দেশিকা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার মানোন্নয়নে এখন...

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক...