পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের প্রস্তাবিত নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির নাম ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ’-এর পরিবর্তে ‘পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে। নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.৪৭ টাকা, ২০২২ সাল ছিল ৬.০৯ টাকা, ২০২১ সালে ছিল ৭.৬২ টাকা ও ২০২০ সালে ছিল ৭.৬১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৪.৬৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৭.৯৮ টাকা, ২০২২ সালে ছিল ৪৬.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ৪৮.৬৬ টাকা ও ২০২০ সালে ছিল ৪৯.৭৫ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ২৫ শতাংশ নগদ, ২০২৩ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯৭ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০ টাকা।


