ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থী পাসের হার শতকরা ৫১ দশমিক ৫৪ ভাগ। এতে মোট পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৯৬ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ শহীদুল্লাহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন শিক্ষার্থী। পাসকৃতদের মধ্যে ছেলেদের সংখ্যা ১৬ হাজার ৬৭৬ এবং মেয়েদের সংখ্যা ২২ হাজার ৪২০ জন। এ সমীকরণে পাসের হারে এগিয়ে মেয়েরা।
এছাড়া এবার পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৮৪ জন। এর মধ্যেও এগিয়ে রয়েছে মেয়েরা। এতে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ১১১৭ এবং মেয়েদের সংখ্যা ১৫৬৭ জন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাত্র ৩টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৫টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম পরিচয় জানা যায়নি।
ব্রিফিংয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১০৬ টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
আররও পড়ুন:
এইচএসসি পরীক্ষায় প্রাপ্য নম্বরই পেয়েছে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা


