কর্পোরেট সংবাদ ডেস্ক: রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় ৯ জন মারা গেছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ ৩ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন-মো সুরুজ (৩০), মো. মামুন (৩৫) এবং সোহেল।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে প্রথম আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যোগ দেয় ১২টি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য।
তিনি আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিরেক্টর তাজুল ইসলাম বলেন, আগুনের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
রূপনগর থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতাযয়েন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে। যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।
সার্বিক পরিস্থিতি নিয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের এক কর্মকর্তা বলেন, ভেতরে কেউ আটকে আছে কি না এ ধরনের কোনো সংবাদ আমাদের কাছে আসেনি এবং হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।


