December 10, 2025 - 10:31 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশময়মনসিংহে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে সংস্কৃতিকর্মী গ্রেফতার

ময়মনসিংহে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে সংস্কৃতিকর্মী গ্রেফতার

spot_img

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে কবি, সংস্কৃতিকর্মী ও গ্রাফিক্স ডিজাইনার শামীম আশরাফ (৩৮) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে দায়ের করা মামলায় তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর আমলাপাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।

তিনি নগরীর দুর্গাবাড়ী রোড এলাকায় ‘গ্রাফিটি’ নামে একটি মুদ্রণ শিল্প প্রতিষ্ঠানের মালিক এবং ‘পরম্পরা’ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,ধর্ম নিয়ে কটুক্তির ঘটনায় সদর উপজেলার চরআনন্দিপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোঃ ইয়াসিন আরাফাত বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সাইবার সুরক্ষা ও দণ্ডবিধি আইনে মামলা দায়ের করেন।

মামলার বাদী ইয়াসিন আরাফাত গনমাধ্যমকে বলেন, বেহেশত নিয়ে শামীম আশরাফের অবমাননাকর মন্তব্যে মুসলিম সমাজ মারাত্মকভাবে আহত হয়েছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাঁর উপযুক্ত শাস্তির দাবিতে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-দক্ষিণ) মহিদুল ইসলাম বলেন, শামীম আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননাকর মন্তব্য করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযোগ পাওয়ার পর আমরা তাকে আটক করে থানায় হস্তান্তর করেছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দুপুরে শামীম আশরাফ নিজের ফেসবুকের একটি পোস্টে ‘শামীম চৌধুরী’ নামে এক ব্যক্তির মন্তব্যের জবাবে বেহেশত নিয়ে কটুক্তি করেন। পরে ওই মন্তব্যটি ভাইরাল হলে ধর্মপ্রাণ মানুষ ফেসবুকে তার গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে স্ট্যাটাস দিতে থাকেন।

এদিকে, সোমবার দুপুরে নগরীর বড় মসজিদের সামনে পবিত্র কোরআন শরীফ অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির অভিযোগে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তৌহিদী ছাত্র জনতা সমাবেশ করে। সমাবেশে বক্তারা শামীম আশরাফকেও বিচারের আওতায় আনার দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্ক অবস্থান নেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

রাত সাড়ে ৯টার দিকে শামীম আশরাফ নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, “আমার যে কমেন্টটি মানুষকে ব্যথা দিয়েছে, সে জন্যে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তবে এর কিছুক্ষণের মধ্যেই জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ‘গ্রাফিটি’ কার্যালয়ে তল্লাশি চালায়। পরে রাতেই তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

নড়াইলে রোগীর পেটে গজ রেখে সেলাই, ক্লিনিকের কার্যক্রমে নিষেধাজ্ঞা

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় রোগীর পেটে গজ কাপড় রেখে সেলাই দেয়ার অভিযোগে মোর্শেদা সার্জিকাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালাসহ ক্লিনিকের সকল কার্যক্রম...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা বুধবার (১০ ডিসেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর...

মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন ছাদেকুর রহমান

কর্পোরেট ডেস্ক: মেঘনা ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: ছাদেকুর রহমানকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে তিনি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

পরিবেশ অধিদপ্তরকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর ও এর অধীনস্ত সকল কার্যালয়কে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। এখন থেকে...

পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

কর্পোরেট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার...

পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে: আসিফ

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমাদের পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস...

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা বৃহস্পতিবার: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। ওইদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচন...

বেনাপোলের রেজাউলকে মানিলন্ডারিং মামলায় অভিযুক্ত করে চার্জশিট

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: মানিলন্ডারিং মামলায় বেনাপোলের চোরাকারবারী ও ঘাট মালিক রেজাউল ইসলাম রেজাকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ঢাকা মালিবাগের সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম’র...