সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে সংঘটিত এ ঘটনায় গাড়ির চালকসহ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিডিও ধারণকারী ঢাকার ধানমন্ডির ব্যবসায়ী ফজলে রাব্বি জানান, বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে তাদের গাড়ি কড্ডার মোড়ে পৌঁছালে সামনে একটি প্রাইভেটকারে ডাকাতির দৃশ্য দেখা যায়।
তিনি বলেন, “২০-৩০ বছর বয়সী ৮-১০ জন যুবক প্রাইভেটকারটির কাচ ভেঙে যাত্রীদের ওপর হামলা চালায়। তাদের গায়ে কোনো পোশাক ছিল না, হাঁটু পর্যন্ত লুঙ্গি পরিহিত ছিল এবং প্রত্যেকের হাতে ধারালো রামদা ছিল। ডাকাতরা যাত্রীদের কাছে থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে সড়কের পাশের ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।”
ডাকাতির ঘটনায় আহত যাত্রীরা পরবর্তীতে যমুনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে তাদের একজনের মাথায় গুরুতর আঘাতসহ কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাত বা গাড়ির ভাঙা কাচের টুকরোর আঘাতে তারা আহত হয়েছেন।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। তবে ঘটনাস্থলটি সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায়নি। এটি যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”


