সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জয়পুরা ঈদগাহ মাঠসংলগ্ন খালের ওপর নির্মিত ১৫ মিটার দৈর্ঘ্যের গার্ডার সেতুর সংযোগ সড়ক নির্মাণের এক মাসের মাথায় ভেঙে গেছে। এতে কৈজুরী, জালালপুর, পোরজনা ও গালা ইউনিয়নের ১৪টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১ কোটি ৬ লাখ টাকায় সেতুটি নির্মাণ করা হয়। এরপর ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের বরাদ্দ থেকে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকায় জয়পুরা হাসেনের বাড়ি থেকে জয়পুরা ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা সংস্কারের কথা থাকলেও শুধু সংযোগ সড়ক সিসিকরণ করা হয়। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার, রড ছাড়া নির্মাণ ও বালু দিয়ে ভরাট করায় কাজ শেষ হওয়ার এক মাসের মধ্যেই সামান্য বৃষ্টিতে সড়কটি ভেঙে পড়ে।
ভুক্তভোগীরা জানান, সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় স্থানীয়দের নিত্যপণ্য পরিবহন ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে বিঘ্ন ঘটছে। ভ্যান-রিকশা চলাচল করতে না পারায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়ও ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে কৈজুরী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য ও প্রকল্প সভাপতি শাহজাহান আলী বেপারী বলেন, বরাদ্দ অনুযায়ী কাজ করা হয়েছে। বৃষ্টির কারণে সংযোগ সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন বরাদ্দ এলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল কালাম আজাদ জানান, সেতুটি আগের পিআইওর সময়ে নির্মিত হয়েছিল। সাম্প্রতিক বৃষ্টিতে সংযোগ সড়ক ভেঙে গেছে। নতুন বরাদ্দ এলে দ্রুত সংস্কার করা হবে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সেতুটি সিডিউল অনুযায়ী নির্মিত হয়েছে বলে জানা গেছে। বৃষ্টির কারণে মাটি সরে গিয়ে সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।


