December 5, 2025 - 2:40 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিঅপো এ৬ প্রো আসছে বছরের ট্রেন্ডি শেড ‘রোজ পেটাল ইন রোজউড রেডে’

অপো এ৬ প্রো আসছে বছরের ট্রেন্ডি শেড ‘রোজ পেটাল ইন রোজউড রেডে’

spot_img

কর্পোরেট ডেস্ক: রঙ কেবল নান্দনিক পছন্দের চেয়েও বেশি কিছু। এটি অনুভূতি তৈরি করে, স্মৃতিকে ধারণ করে ও এমন অনুভূতি উদ্দীপ্ত করে যা আমাদের বাকি বিশ্বের সাথে সংযুক্ত করে। ফ্যাশন, ডিজাইন ও প্রযুক্তির ক্ষেত্রে রঙ প্রায়শই উদ্ভাবন কেমন হবে তা নির্ধারণ করে দেয়। আর ২০২৫ সালের জন্য, অপো নিয়ে এসেছে এ বছরের সবচেয়ে মনোমুগ্ধকর শেড, রোজউড রেড। অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা হয়েছে ঐতিহ্য, শিল্পকলা ও আধুনিকতার অনন্য সমন্বয়।

বিশ্বজুড়ে রোজউড রেড ডিজাইন সবচেয়ে প্রশংসিত শেড হিসেবে বিবেচিত হচ্ছে। এর কোমল আন্ডারটোনগুলো উষ্ণতা, আশাবাদ ও স্থিতিশীল শক্তির প্রতীক। একটি আধুনিক পৃথিবী আকাঙ্ক্ষা হিসেবে এটি শান্তি, বিশ্বাসযোগ্যতা ও পরিচ্ছন্নতার অনুভূতি জাগিয়ে তোলে। আমাদের এই অনিশ্চিত ও দ্রুত পরিবর্তনশীল বিশ্বে রোজউড রেড হয়ে উঠেছে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তির বহিঃপ্রকাশ। এটি অনুষ্ঠান ও ঐতিহ্যে নিয়ে আসে আধুনিকতার ছোঁয়া। পাশাপাশি, এর গভীর কনট্রাস্ট নান্দনিক সামঞ্জস্য নিশ্চিত করে রঙটিকে চিরন্তন ও সমসাময়িক করে তোলে। উজ্জ্বলতা ও শান্তির মধ্যে ভারসাম্য ধরে রাখে এটি, করে তোলে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণার অংশ।

অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইন প্রাকৃতিক বিশ্ব থেকে সরাসরি অনুপ্রাণিত। গোলাপ দীর্ঘদিন ধরে অনুপ্রেরণা, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। আর এর পাপড়ির মাঝে লুকানো রয়েছে কাহিনী। একটি গোলাপ যখন বেড়ে উঠে, তখন এর পাপড়ি বাঁকানো আকৃতি তৈরি করে। প্রতিটি পাপড়ি এক ধরনের স্থিতিস্থাপকতার গল্প বলে, যা বাহ্যিক চাপের মাধ্যমে গঠিত। এই প্রক্রিয়াটি অপো ডিজাইনারদের মুগ্ধ করেছে। গোলাপ যেভাবে তার আকৃতি তৈরি করে, তা মানুষের জীবনযাত্রার সাথেও মিলে যায়; বেড়ে ওঠা, চ্যালেঞ্জ অতিক্রম করা ও প্রতিবন্ধকতার পরও এগিয়ে যাওয়া। প্রাকৃতিক এই বেড়ে ওঠার মাঝেই রয়েছে অনুপ্রেরণা, অধ্যবসায় ও প্রতিকূলতার মধ্যে থেকেও সফলতার বার্তা। প্রাকৃতিক এই ঘটনা ডিজাইনে নিয়ে আসতে অপো গোলাপের প্রতীকী টেক্সচারের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেছে।

প্রকৃতির শক্তির মতো, মানুষের জীবনও বাহ্যিক চাপে থাকে; কর্মস্থলে চ্যালেঞ্জ, বাড়ির দায়িত্ব ও স্বপ্নের পেছনে থাকা ব্যক্তিগত সংগ্রাম। তবে, যেভাবে একটি গোলাপ এরপরও প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি মানুষও সংকল্প ও ধৈর্যের মাধ্যমে ঘুরে দাঁড়ায় এবং ফুলের মতো বিকশিত হয়। এই বেড়ে ওঠার দার্শনিকতার প্রতীক অপো এ৬ প্রোর রোজ পেটাল ডিজাইন। এটি মনে করিয়ে দেয় যে, প্রতিবন্ধকতা না থাকাই সফলতা নয়, বরং, এগুলো পেরিয়ে যাওয়াই আসল বিকাশ। রোজ পেটাল ডিজাইন যেন এটিই ফুটিয়ে তোলে, আলোতে প্রস্ফুটিত, স্পর্শে বিকশিত ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নতুন টেক্সচারের রূপক হয়ে ওঠে এটি।

রোজ পেটাল ডিজাইন ও রোজউড রেডের সমন্বয়ে নিয়ে আসা অপোর এই ডিভাইস পারফরম্যান্সকে ছাড়িয়ে যায়। এটি প্রাকৃতিক অনুপ্রেরণা ও আধুনিক শিল্পকে এক করে তোলার একটি অনন্য মাধ্যমে হয়ে ওঠে। রোজউডের শেডগুলো রোমান্স ও ঐতিহ্যের আবেদন নিয়ে আসে, যা একইসাথে কোমল ও সমৃদ্ধ। এতে ম্যাট বেইজ ব্যবহার করা হয়েছে, যেখানে পাপড়ির টেক্সচারগুলো ভেলভেটের নিচে রয়েছে বলে মনে হবে। একইসাথে প্রাকৃতিক ও আরামদায়ক অনুভূতি নিশ্চিত করবে এটি। দীর্ঘসময় হাতে ধরে রাখায় স্বাচ্ছন্দ্য নিয়ে আসতে এতে ত্বক-বান্ধব কোটিং ব্যবহার করা হয়েছে। একঘেয়েমি দূর করতে এতে থ্রিডি পেটাল প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যা আলোর অবস্থান অনুযায়ী নিজের সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তুলবে।

এ থেকে বোঝা যায় যে, অপো এ৬ প্রো কেবল দেখার ক্ষেত্রে নয়, অনুভব করার ক্ষেত্রেও প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিজাইনটি হাতে ধরার অনুভূতিকে সমৃদ্ধ করার পাশাপাশি, আলো-ছায়ার এক অনন্য অভিজ্ঞতা নিয়ে আসবে। এটি কেবল আর সাধারণ কোনো রঙ থাকছে না, এটি হয়ে উঠতে যাচ্ছে আবেগ, লাইফস্টাইল ও ব্যক্তিগত অনুভূতির একটি অব্যক্ত অভিব্যক্তি।

রোজউড রেড ও রোজ পেটাল ডিজাইনে নিয়ে আসা অপো এ৬ প্রো কেবল কোনো স্মার্টফোন নয়; এটি প্রাকৃতিকভাবে অনুপ্রাণিত শিল্প। অধ্যবসায়, ভালোবাসা ও সফলতার অনুপ্রেরণা তৈরি করতে এটি নির্ভুলভাবে ডিজাইন করা হয়েছে। গোলাপ যেমন বিশ্বের সৌন্দর্য বাড়াতে প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি প্রতিটি মানুষ যেন বাধা পেরিয়ে নিজের মতো করে অনুপ্রাণিত হতে পারে, সেকারণেই এই ডিজাইন নিয়ে আসা হয়েছে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, প্রযুক্তি ডিভাইসের চেয়েও বেশি কিছু হতে পারে; এটি আবেগ ও সমৃদ্ধির প্রতীক হয়ে উঠতে পারে।

অনন্য এই ডিভাইসটি খুব শীঘ্রই বাংলাদেশে আসতে যাচ্ছে। ব্যবহারকারীরা এমন একটি ডিভাইসের অভিজ্ঞতা লাভ করতে যাচ্ছেন যা, কেবল উদ্ভাবন নিয়ে আসছে না, বরং অনুপ্রেরণাও নিয়ে আসছে। অপো এ৬ প্রোর প্রিমিয়াম নান্দনিকতা ও স্পর্শের স্বাচ্ছন্দ্য ব্যবহারকারীর কাছে স্মার্টফোনে সংজ্ঞাই বদলে দেবে। এটি কেবল কোনো ডিভাইস নয়, এটি যেন জীবনেরই গল্প, যেখানে বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো, সহনশীলতার সাথে শক্তিশালী হয়ে ওঠা ও নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলা উঠে এসেছে। সবাইকে অনুপ্রাণিত করতে দেশে খুব শীঘ্রই আসছে, অপো এ৬ প্রো রোজউড রেড!

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...