গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪ জন। এদের মধ্যে একজনের শতভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।
নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদ টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, সোমবার বিকাল সাড়ে চারটার দিকে টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে ড্রাম বিস্ফোরিত হয়ে ৫ জন দগ্ধ হন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হন শামীম আহমেদসহ দুইজন। তাদের উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ৩ টার দিকে মারা যান শামীম আহমেদ। নিহত শামীম ২০০৪ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। মৃত্যু কালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে যান।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও গুরুতর দগ্ধ নূরুল হুদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া ফায়ার ফাইটার জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুন:


