পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং পিএলসির ক্যাটাগরির অবনতি হয়েছে। কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি কমপক্ষে ৬ (ছয়) মাস ধরে একটানা উৎপাদন/কার্যক্ষমতা অর্জন করতে না পারায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনত করা হয়েছে।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) থেকে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১.০৮) টাকা যা ২০২৩ সালে আয় হয়েছিল ১৩ পয়সা, ২০২২ সাল লোকশান ছিল (১.২৮) টাকা, ২০২১ সালে ছিল (২.৫২) টাকা ও ২০২০ সালে ছিল (৩.৩৯) টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩.৯৬ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.১০ টাকা, ২০২২ সালে ছিল ৪.৯৭ টাকা, ২০২১ সালে ছিল ৬.২৫ টাকা ও ২০২০ সালে ছিল ৮.৭৮ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৩ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১ কোটি ৩৮ লাখ ২৮ হাজার ৩৬৮।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৭.০৭ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪১.৮৩ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৫.২ টাকা থেকে ৮.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৬.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৬.৮ টাকা। ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


