পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস্ লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৮ সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, সভায় ৩০ জুন, ২০২৫ পর্যন্ত সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (.৮৮) টাকা যা ২০২৩ সালে ছিল (১.০৯) টাকা, ২০২২ সাল ছিল (১.১৩) টাকা, ২০২১ সালে ছিল (১.৩৭) টাকা ও ২০২০ সালে ছিল (১.২৮) টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট দায় হয়েছে ২০২৪ সালে (৪০.০৮) টাকা যা ২০২৩ সালে ছিল (৩৯.২০) টাকা, ২০২২ সালে ছিল (৩৮.৫১) টাকা, ২০২১ সালে ছিল (৩৭.৪২) টাকা ও ২০২০ সালে ছিল (৩৬.২৫ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৩০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৭ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৭৫ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৩.০১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬.৬৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬০.৩১ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৫৬.২ টাকা থেকে ১৩৯.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১২৮.৬ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৩৪.৫ টাকা। ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


