কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সিলেট জোন এর দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ নগরীর স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যাংকের চেয়রাম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিংয়ের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াদুদ। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
টাউন হল সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এস. এম. আবু জাফর, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও (সিসি) কামাল হোসেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান টিপু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আমির হোসেনসহ অন্যান্য নির্বাহীবৃন্দ। সিলেট রিজিওনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পীযুষ কুমার সরকার এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেট জোনের ১৬টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী সভায় প্রধান অতিথি চেয়ারম্যান খাজা শাহরিয়ার এবং বিশেষ অতিথি আব্দুল ওয়াদুদ সিলেট জোনের শাখাসমূহের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত, তারা সবাই মিলে একটি পরিবার। এই টাউন হল হচ্ছে আমাদের পারস্পরিক সংযোগ, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। ২০২৫ সালের ট্যাগলাইন হিসাবে আমরা গ্রহণ করেছি “ব্যালান্সিং বিজনেস উইথ কমপ্লায়েন্স শরীয়াহ্”, এটি শুধু একটি স্লোগান নয়, বরং আমাদের দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক।
তিনি আরও বলেন, “আমরা চাই, আমাদের প্রতিটি শাখা শরীয়াহভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি করুক এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাক। সবার মতামত নিয়ে একসাথে কাজ করলেই একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।”


