ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাইভেটকার চালক মোঃ হারুন মিয়া (৪০) নিহত হয়েছেন। নিহত হারুন মিয়া টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার কলিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এদূর্ঘটনায় আরো চারজন আহত হলে তাদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভালুকা সরকারি কলেজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন নিয়ে ঢাকাগামী লেন থেকে ময়মনসিংহগামী লেনে যাচ্ছিল একটি প্রাইভেটকার। ওই সময় অজ্ঞাত একটি গাড়ি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার চালকসহ ৫জন আহত হন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকার চালক হারুন মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
ভালুকা হাইওয়ে থানার ওসি এবিএম মেহেদী মাসুদ দূর্ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।


