পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২৪ কোটি ৯৫ লক্ষ ৪৪ হাজার ১১৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৭৩২ কোটি ৫৬ লাখ ২ হাজার ৯৭২ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৫.৪৩ পয়েন্ট কমে ৫৪৬৮.৩৫ ডিএস-৩০ মূল্য সূচক ২২.০৪ পয়েন্ট কমে ২১২৯.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৯১ পয়েন্ট কমে ১১৮৫.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রবি আজিয়াটা, একমি পেস্টিসাইড, খান ব্রাদার্স পিপি, ডমিনেজ স্টীল, সামিট এলায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিক্স,ৎ আইপিডিসি, সিটি ব্যাংক, বীকন ফার্মা ও তৌফিকা ফুড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এস আলম কোল্ড রোল্ড, দেশ বন্ধু পলিমার, একমি পেস্টিসাইড, এশিয়াটিক ল্যাব্রেটোরিজ, তমিজুদ্দীন টেক্সটাইল, আল-হাজ টেক্সটাইল, বীকন ফার্মা, ওআইমেক্স ইলেক্ট্রোড, বসুন্ধরা পেপার ও ইস্কয়ার নিট।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এসআইবিএল, ডমিনেজ স্টীল, মুন্নু ফেব্রিক্স, জিআইবি, আইএসএন, বিবিএস ক্যাবলস, ইনটেক লি., রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ফাইন্যান্স ও এফএএস ফাইন্যান্স।


