পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৯ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে। গত ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালে দিয়েছে ৫২৫ শতাংশ নগদ, ২০২৪ সালে দিয়েছে ৫০০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৪০০ শতাংশ নগদ, ২০২২ সালে ৪০০ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৪৯ কোটি ১০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৪ কোটি ৯১ লাখ ৫ হাজার ৯৯১।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৮৯.৭২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৮.৩৩ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে .১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১.৭৬ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৪৫৩.২ টাকা থেকে ১৮৫০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৪৫৯ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৪৫৯ টাকা। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


