মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা এলাকার গজারিয়াপাড়ার কবির মার্কেটের সামনে চাঁদাবাজি করতে আসে দু’জন যুবক। এসময় স্থানীয়রা তাদেরকে ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে।
এলাকাবাসী বলেন, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ও পুলিশের পরিচয় দিয়ে এখানে চাঁদাবাজি করতে এসেছিল।
গ্রেফতারকৃতরা হল-গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর এলাকার কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলা জেলার সদর থানার মোশাররফ হোসেনের ছেলে মো. শিহাব মোশাররফ সৈকত (২৩)। শিহাব মোশাররফ বাংলাদেশ পুলিশের সদস্য। তিনি ১৩ এপিবিএনে (উত্তরা) কর্মরত আছেন।
ঘটনাস্থল থেকে একটি খেলনা পিস্তল, দুইটি লোহার পাইপ ও একটি বাংলাদেশ পুলিশের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলস এসেছি এসে দেখেছি দুইজন কে এলাকাবাসি আটক করে রেখেছে। আমরা আটককৃতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


