পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৭টি কোম্পানির ২৮ কোটি ২২ লক্ষ ৭৮ হাজার ২৩৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৪৯ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬৬০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৫.১০ পয়েন্ট কমে ৫৪৭৩.১৫ ডিএস-৩০ মূল্য সূচক ২২.৯৩ পয়েন্ট কমে ২১২৯.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৭৬ পয়েন্ট কমে ১১৮৮.২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রবি আজিয়াটা, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, আইএসএন লি., ডোমিনেজ স্টীল, ই-জেনারেশন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, ইনটেক লি. ও সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- তমিজুদ্দিন টেক্সটাইল, ফাইন ফুডস, সিভিওপিআরএল, দেশবন্ধু পলিমার, বিবিএস ক্যাবলস, জি কিউ বলপেন, ডোমিনেজ স্টীল, অ্যাপেক্স স্পিনিং, বিডি অটোকার ও ওরিয়ন ইনফিউশন।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, রূপাী লাইফ ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, ইনটেক লি., ই-জেনারেশন, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, আমরা ট্যাকনোলজি, বিডিকম অনলাইন ও প্রগতী লাইফ ইন্স্যুরেন্স।


