পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত রেনেটা কর্তৃপক্ষ কানাডার ওষুধ বাজারে পণ্যের যাত্রা শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানিয়েছে, কানাডার এমবিকেয়ার ফার্মাসিউটিক্যালসের সঙ্গে কৌশলগত পার্টনারশিপের আওতায় ওই দেশে পণ্যের যাত্রা শুরু করেছে রেনেটা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ২০ টাকা ৪০ পয়সা, ২০২২ সাল ছিল ৪৭ টাকা ৬৮ পয়সা, ২০২১ সালে ছিল ৫১ টাকা ৯৪ পয়সা ও ২০২০ সালে ছিল ৪৫ টাকা ২৯ পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ২৯৫ টাকা ৫৬ পয়সা যা ২০২৩ সালে ছিল ২৬৬ টাকা ৮৭ পয়সা, ২০২২ সালে ছিল ২৭৪ টাকা ৩৯ পয়সা, ২০২১ সালে ছিল ২৬৩ টাকা ৮৭ পয়সা ও ২০২০ সালে ছিল ২৪৫ টাকা ৬৫ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ৯২ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ৬২.৫ শতাংশ নগদ, ২০২২ সালে দিয়েছে ১৪০ শতাংশ নগদ ৭ শতাংশ স্টক, ২০২১ সালে ১৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ১৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৪৯৯ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৭৯ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১১৪ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ আগস্ট, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫১.২৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২২.৪ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১৮.৯১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৪ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৪৬৮ টাকা থেকে ৭৯৪ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৯৯.৪ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৯৯ টাকা। ১৯৭৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


