পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়াবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের এক পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির পরিচালক আলমগীর শামসুল আলামিন তার কাছে থাকা ১৯ লাখ ১৫ হাজার শেয়ার তার ভাই জাহাঙ্গীর আলামিনের কাছে হস্তান্তর করবেন।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে শেয়ারগুলো উপহার হিসেবে হস্তান্তর করবেন এই পরিচালক। ৮ সেপ্টেম্বর, ২০২৫ থেকে যা কার্যকর হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৭৯ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.৪৭ টাকা, ২০২২ সাল ছিল ৬.০৯ টাকা, ২০২১ সালে ছিল ৭.৬২ টাকা ও ২০২০ সালে ছিল ৭.৬১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৪.৬৫ টাকা যা ২০২৩ সালে ছিল ৪৭.৯৮ টাকা, ২০২২ সালে ছিল ৪৬.৮৮ টাকা, ২০২১ সালে ছিল ৪৮.৬৬ টাকা ও ২০২০ সালে ছিল ৪৯.৭৫ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ২৫ শতাংশ নগদ, ২০২৩ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক, ২০২২ সালে ২৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক, ২০২১ সালে ২৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক এবং ২০২০ সালে ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০১ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯৭ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৯ কোটি ৭৮ লাখ ১ হাজার ৪২০ টাকা।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ মে, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৯.৯৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৮.৮২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩১.১৯ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ৩৪.৭০ টাকা থেকে ৫৯.৬০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৪৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ৪৮ টাকা। ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


