পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০১টি কোম্পানির ৩৭ কোটি ৬৯ লক্ষ ৭৮ হাজার ৫১২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৭৭ কোটি ২৬ লাখ ৯৭ হাজার ৮৯৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৮৯.৩৪ পয়েন্ট কমে ৫৫৩৮.২৫ ডিএস-৩০ মূল্য সূচক ৩৯.১৬ পয়েন্ট কমে ২১৫২.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২১.২৩ পয়েন্ট কমে ১২০৩.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৩০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, রবি আজিয়াটা, খান ব্রাদার্সপিপি, সিটি ব্যাংক, ই-জেনারেশন, এমজেএল বিডি, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, আইটিসি ও মালেক স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আইএসএন, ইনটেক লি. সিএপিএম বিডিবিএল মি. ফা.১, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, তমিজুদ্দিন টেক্সটাইল, ই-জেনারেশন, এসআলম কোল্ড রোল্ড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল ইসলামিক মি. ফা. ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ফার্স্ট ফাইন্যান্স, আরামিট সিমেন্ট, সাফকো স্পিনিং, নাহী অ্যালুমিনিয়াম, জাহিন টেক্সটাইল, ওরিয় ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইবিএল এনআরবি মি. ফা. ও গোল্ডেন হারভেস্ট।


