নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় গ্যারেজ মালিক শাহাজাহান মিয়া ওরফে সাজন মিয়া (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ৮ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বাকলিয়া থানার একটি চৌকস অভিযানিক দল চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।
গ্রেপ্তাররা হলেন—কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার ভাতশালা গ্রামের আবু কালাম (৩৬) এবং একই থানার আব্দুল্লাহপুর গ্রামের বায়েজিদ রহমান (২৭)। বর্তমানে তারা নগরীর বাকলিয়া শান্তিনগর বগারবিল এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শান্তিনগর বগারবিলস্থ বলাকা আবাসিক এলাকার গ্যারেজের সামনে শাহাজাহানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাজাহান মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের এনায়েত মিয়া ও রাবেয়া খাতুনের ছেলে। তিনি পরিবারসহ নগরীর চকবাজার থানার শান্তিনগর বগারবিলে বসবাস করতেন।
ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গ্রেপ্তার দুই আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়েজিদ রহমান হত্যায় সরাসরি অংশ নেওয়ার কথা জানিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


