অর্থ-বাণিজ্য ডেস্ক: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩১ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৫.৪০ বিলিয়ন মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিলো ৩১ দশমিক ৪২ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। সেখান থেকে ধারাবাহিকভাবে কমে আওয়ামী লীগ সরকার পতনের সময় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নেমেছিলো। গতবছরের আগস্টের পর থেকে ডলারের দর ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। মূলত প্রবাসী আয়ে গত অর্থবছরের প্রায় ২৭ শতাংশ প্রবৃদ্ধির পর চলতি অর্থবছরেও প্রায় ১৮ শতাংশ প্রবৃদ্ধি রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রাখছে।


