January 13, 2026 - 5:48 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যকর্পোরেট সংবাদবেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত

বেসিক ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ অনুষ্ঠিত

spot_img

কর্পোরেট ডেস্ক: রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড এর ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৫ শনিবার (৩০ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও ব্যাংকের পরিচালক শেখ ফরিদ, সাবেক অতিরিক্ত সচিব ও ব্যাংকের পরিচালক মোঃ আব্দুল আহাদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংক পরিচালনা পর্ষদের পর্যবেক্ষক মোঃ সিরাজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবু মোঃ মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, মহাব্যবস্থাপক মোঃ ইসমাইল, মোঃ মমিনুল হক, মোঃ নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মোঃ হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মোঃ গোলাম সাঈদ খান, মোঃ সাইদুর রহমান সোহেল, শাখা ও উপশাখা ব্যবস্থাকগণ ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে, ব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক উত্তরণের উপর গুত্বারোপ করেন। এসময় তিনি খেলাপি আদায় কার্যক্রম জোরদার করা ও আইনী প্রক্রিয়াকে গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।

জনাব চৌধুরী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের সকল নির্দেশনা যথাযথভাবে পরিপালন ও কর্মক্ষেত্রে নৈতিকতার সর্বোচ্চ মান বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে মানব-সম্পদ উন্নয়ন, উন্নত ও সহজতর গ্রাহক সেবা প্রদান এবং সকল শাখাকে লাভজনক শাখায় রূপান্তরের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধির আহবান জানান।

শেখ ফরিদ বেসিক ব্যাংককে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জাপানের নৈতিক মানদ-ের উদাহরণ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, সরকার এই ব্যাংককে পুনরুদ্ধারে আন্তরিক, কারণ এটি একসময় অত্যন্ত ভালো ব্যাংক ছিল এবং সঠিকভাবে পরিচালিত হলে ব্যাংকটি পুনরায় ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।

মো. সিরাজুল ইসলাম ব্যাংকিং খাতের নিরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের বিষয় তুলে ধরেন এবং ঝূঁকি ভিত্তিক পরিদর্শন (আরবিএস) পদ্ধতির উল্লেখ করেন। এছাড়া তিনি অন্যান্য তদারকির মাধ্যমেও ব্যাংকিং কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

মো. আব্দুল আহাদ করপোরেট গভর্ন্যান্স, আমানত সংগ্রহ এবং খেলাপিদের কাছ থেকে ঋণ পুনরুদ্ধারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি অর্থঋণ-সংক্রান্ত মামলাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণের উপরও গুরুত্ব দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. কামরুজ্জামান খান সভায় উপস্থিত সকল শাখা ও উপশাখা প্রধানদেরকে স্বাগত জানান এবং প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন ও নিয়ন্ত্রক সংস্থার সকল বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি দৈনন্দিন কাজ সম্পাদন ও গ্রাহক সেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি কৌশলগতভাবে কাজ করার মাধ্যমে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের পরামর্শ দেন।

ব্যবসায়িক সভায় ব্যাংকের অন্যান্য কৌশলগত দিক সম্পর্কেও ম্যানেজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নির্দেশনা প্রদান করা হয়। এখানে উল্লেখ্য যে, বেসিক ব্যাংক ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হচ্ছে এবং এর তারল্য পরিস্থিতি স্থানীয় ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই সুদৃঢ় রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো- তাকাফুল ইসলামী...

এআইয়ের হাতেই হুমকি, এআইয়েই সমাধান: কাসপারস্কির বিশ্লেষণ

কর্পোরেট ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (এপিএসি) আর শুধু অংশগ্রহণকারী নয়, বরং এখন কার্যত গতিপথ নির্ধারণ করছে এই অঞ্চল। সাম্প্রতিক...

সেনা অভিযানে বিএনপি নেতার মৃত্যু ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ জানুয়ারি)...

মমতাজের বাড়ি-জমি ক্রোকের আদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার...

বেনাপোল কাস্টমসে প্রথম ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি টাকা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় এক হাজার ১৩...