কর্পোরেট ডেস্ক: পদ্মা ব্যাংক পিএলসির অর্থ পাচার ও সন্ত্রসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ৩০ আগস্ট শনিবার গুলশানে প্রধান কার্যালয়ে ব্যাংকটির এএমএল এন্ড সিএফটি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মোঃ মোস্তাকুর রহমান কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ তালহা (চলতি দায়িত্বে) এর সভাপতিত্ব করেন। এই সময় মূল বক্তব্য উপস্থাপন করেন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আর বিএফআইইউ এর যুগ্ম পরিচালক ইবনে আহসান কবির কর্মশালা পরিচালনা করেন।
মীর শফিকুল ইসলাম- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব রিটেইল ব্যাংকিং ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড কমিউনিকেশন ডিভিশন, মোঃ রিয়াজুল ইসলাম- হেড অব সিআরএমডি, হোসনে আরা আক্তার- চিফ লিগাল অফিসার এবং মোঃ ফারুকুজ্জামান- চিফ অপারেটিং অফিসার সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ব্যাংকের সকল শাখার শাখা প্রধান ও ব্যামেলকো-সহ মোট ৯০ জন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদ্যমান আইন ও বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-এর সব নির্দেশনা এবং পদ্মা ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।


