কর্পোরেট ডেস্ক” ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি)-এর চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের চট্টগ্রাম শাখার ৩য় (৫৬ তম) ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (২৬ আগস্ট) আইসিএসবি-এর চট্টগ্রাম শাখা, সিডিএ এভিনিউ, পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অধিবেশনে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আইসিএসবি-এর চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন এফসিএস নবীনবরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের তাদের জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানান এবং কীভাবে এই ডিগ্রি তাদের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সে ব্যাপারে আলোকপাত করেন।
আইসিএসবি-এর কাউন্সিল সদস্য এবং শিক্ষা কমিটির চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি কোর্স ও ক্লাস পরিচালনা পদ্ধতি সম্পর্কে সামগ্রিক আলোকপাত করেন এবং কর্মক্ষেত্রে চার্টার্ড সেক্রেটারী পেশার নানাবিধ সম্ভাবনার কথা উল্লেখ সহ শিক্ষার্থীদের সার্বিক পাঠ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন যে, বিশ্বব্যাপী চার্টার্ড সেক্রেটারী পেশার সম্মান ও গ্রহণযোগ্যতা রয়েছে।
আইসিএসবি-এর প্রেসিডেন্ট এম নাসিমুল হাই এফসিএস তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান এবং চার্টার্ড সেক্রেটারী পেশার সম্ভাবনা ও গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের সাথে সাথে নৈতিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ অর্জনের জন্যও অনুপ্রাণিত করেন। চার্টার্ড সেক্রেটারী পেশার মাধ্যমে কর্মক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন যে, শিক্ষার্থীরা যথার্থ প্রজ্ঞা ও বিচক্ষণতার সাথে এই পেশাগত যোগ্যতাটি অর্জনের জন্য নির্বাচন করেছেন। পরিশেষে, তিনি আনুষ্ঠানিকভাবে আইসিএসবি চট্টগ্রাম শাখার ৩য় ব্যাচের (৫৬তম ব্যাচ) চার্টার্ড সেক্রেটারী (সিএস) কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিএসবি-এর ফেলো এবং এসোসিয়েট সদস্যবৃন্দ ও শিক্ষক- এ এম এম মাঈন উদ্দিন মজুমদার এসিএস, আবুল কালাম আজাদ এসিএস এবং আইসিএসবি-এর শিক্ষক ও চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী।
আইসিএসবি-এর ভাইস প্রেসিডেন্ট এ কে এম মুশফিকুর রহমান এফসিএস এর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। তিনি নবীন শিক্ষার্থীদের চার্টার্ড সেক্রেটারী কোর্স থেকে অনন্য পেশাগত দক্ষতা অর্জনের জন্য আহ্বান জানান, যা তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে অবদান রাখবে।


