পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ৩১ কোটি ৬ লক্ষ ২৮ হাজার ৭০৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের
লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৭১ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার ৮৮ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫.৫২ পয়েন্ট কমে ৫৪৪৩.৩১ ডিএস-৩০ মূল্য সূচক ৭.৫৬ পয়েন্ট কমে ২১১৬.১৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৫১ পয়েন্ট কমে ১১৮৮.৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক, সোনালি পেপার, বীকন ফার্মা, বিএসসি, বীচ্ হ্যাচারী, সিনোবাংলা ইন্ডাঃ, বেক্সিমকো ফার্মা, শাহাজীবাজার পাওয়ার, মালেক স্পিনিং ও আলিফ ইন্ডাঃ।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- চাটার্ড লাইফ ইন্সুঃ, সিনোবাংলা ইন্ডাঃ, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুঃ, ইপিজিএল, সোনালি পেপার, সামিট এলায়েন্স পোর্ট, শাইনপুকুর সিরামিকস, আরগন ডেনিমস, ইটিএল ও কেডিএস এক্সোসরিজ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইন্টারন্যাশনাল লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, বিডি ফাইন্যান্স, রহিমা ফুড, ফার্স্ট ফাইন্যান্স ও ইউনিয়ন ক্যাপিটাল।


