December 5, 2025 - 3:56 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeতথ্য-প্রযুক্তিশাওমি নিয়ে এলো রেডমি ১৫সি

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি

spot_img

কর্পোরেট ডেস্ক: দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি দেশের বাজারে “সময় এখন আমার” ট্যাগলাইনের সাথে নিয়ে এলো নতুন স্মার্টফোন- শাওমি রেডমি ১৫সি। শক্তিশালী লং লাস্টিং ব্যাটারি লাইফ ছাড়াও ডিভাইসটির অন্যতম বৈশিষ্ট্য এই সেগমেন্টের সবচেয়ে বড়- ৬.৯ ইঞ্চি ইমার্সিভ ডিসপ্লে, যা দিয়ে বিনোদনপ্রেমী শাওমি ফ্যানরা ডিজিটাল কনটেন্ট উপভোগ করতে পারবেন আরও চমৎকারভাবে।

শাওমি রেডমি ১৫ সি মডেলের ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ফলে গ্রাহক ফোনটি দিয়ে যেকোনো কনটেন্ট, ভিডিও দেখা কিংবা এন্ড্রয়েড গেম উপভোগ করতে পারবেন অত্যন্ত ক্লিয়ার ও স্মুদ ভিজ্যুয়ালে। এছাড়া সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।

ডিসপ্লেতে অত্যাধুনিক টেকনোলোজি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) সার্টিফিকেট।

স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ফলে একবার চার্জ দিয়েই ফোনটি দীর্ঘসময় নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন গ্রাহক। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ফুল ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট।

১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে। এছাড়া উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ব্যাটারি সাশ্রয়ী এ ফোনটি তুলনামূলক কম গরম হয়।

ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা।

ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি আরও বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারে স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে।

শাওমি রেডমি ১৫সি ডিভাইসটিতে রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা, ফলে নিরাপত্তা রক্ষা করে দ্রুততম সময়ে সহজেই ফোনের লক খুলতে পারবেন গ্রাহক। এছাড়া পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, ফলে যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি হতে পারে গ্রাহকের নিশ্চিন্ত সঙ্গী।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই। তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি আমরা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিসপ্লের এই স্মার্টফোনটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে বলে আমরা মনে করি”।

পাতলা, হালকা ও নান্দনিক ডিজাইনের এ স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে।

১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৪,৯৯৯ ও ১৭,৪৯৯ টাকা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারে হোটেল সি প্যালেসে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই...

রাজনীতির ধ্রুবতারা খালেদা জিয়া সুস্থ হয়ে উঠুন

এম. গোলাম মোস্তফা ভুইয়া।। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন এক নাম, যিনি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে গণতন্ত্র, আন্দোলন ও সংগ্রামের প্রতীক...

ডিএমপির ৫০ থানার ওসির রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত...

আগুনে দগ্ধ আরিফিন শুভ, তবুও চালিয়ে যান শুটিং

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ দুর্ঘটনার শিকার হয়েছেন। তার নতুন সিনেমা ‘মালিক’-এর শুটিং চলাকালীন অ্যাকশন দৃশ্যের সময় শরীরে আগুন লেগে যায়।...

সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেন...

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ পদক জয়

কর্পোরেট ডেস্ক: ২২তম আর্ন্তজাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও-২০২৫) বাংলাদেশ দল ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্...

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে...