পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ ব্যাংকের ২৫ আগস্টের চিঠির মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুসারে কোম্পানিটি মো. ফেরদৌস হোসেনকে এমডি ও সিইও পদে নিয়োগ দিয়েছেন। ২৫ আগস্ট থেকে কোম্পানিটিতে তিনি দায়িত্ব পালন করছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি লোকশান হয়েছে (১১.৯৯) টাকা যা ২০২৩ সালে হয়েছিল (৩৫.১৭) টাকা, ২০২২ সাল ছিল (১১.৯৫) টাকা, ২০২১ সালে ছিল (৮.০৩) টাকা ও ২০২০ সালে ছিল (৩.০৮) টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট দায় হয়েছে ২০২৪ সালে (৬৩.০২) টাকা যা ২০২৩ সালে ছিল (৫১.০৩) টাকা, ২০২২ সালে ছিল (১৫.৮৬) টাকা, ২০২১ সালে ছিল (৩.৯১) টাকা ও ২০২০ সালে সম্পদ ছিল ৪.১২ টাকা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৭ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৭২ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১৭ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ৮৪৩।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ২৮.৯৪ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৯ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫২.০৬ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩.৫ টাকা থেকে ৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ৩.৬ টাকা আজকের ওপেনিং দর ছিল ৩.৮ টাকা। ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


