পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত প্রতিষ্ঠান সায়হাম টেক্সটাইল মিলস্ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ-’ রেটিং হয়েছে। আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।
৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা যা ২০২৩ সালে লোকশান হয়েছিল (৪৯) পয়সা, ২০২২ সাল ছিল (১.৩৭) টাকা, ২০২১ সালে ছিল (১.১১) টাকা ও ২০২০ সালে ছিল (৮৬) পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৪৩ টাকা ৬৩ পয়সা যা ২০২৩ সালে ছিল ৪১ টাকা ৮৪ পয়সা, ২০২২ সালে ছিল ৪৩ টাকা ৪০ পয়সা, ২০২১ সালে ছিল ৪২ টাকা ৯১ পয়সা ও ২০২০ সালে ছিল ৪১ টাকা ৬৬ পয়সা।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৮ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৯০ কোটি ৬০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৯ কোটি ৫ লাখ ৬২ হাজার ৫০০।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৪.২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৩.৬৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫২.১৫ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১২ টাকা থেকে ২০.৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৫.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৫.৮ টাকা। ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


