পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৬টি কোম্পানির ৩৩ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৯৯৭ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১১৭৭ কোটি ৭৬ লাখ ৮১ হাজার ৭২৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৬.২৩ পয়েন্ট বেড়ে ৫৪৫৫.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৭.১৭ পয়েন্ট বেড়ে ২১২৮.৭৭ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট বেড়ে ১১৮৯.৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৩৮ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সিটি ব্যাংক পিএলসি,, বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি,, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মালেক স্পিনিং মিলস্ পিএলসি., সোনালী পেপার, বীচ হ্যাচারি, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি., বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- রিপাবলিক ইন্সুরেন্স, সেন্টাল ইন্সুরেন্স, বীকন ফার্মাসিউটিক্যালস, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, শাহজিবাজার পাওয়ার, এশিয়া ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, আমান ফীড, মীর আক্তার হোসেন, প্যারামাউন্ট ইন্সুরেন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, জিএসপি ফাইন্যান্স, নুরানী ডাইং এন্ড সোয়েটার, ফারইস্ট ফাইনান্স, ফার্স্ট ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিংস।


