সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২-এর অভিযানে কষ্টি পাথরের তৈরি একটি মূল্যবান মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় দুই পাচারকারীকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেশপুর এলাকায় অভিযান চালানো হয়। পলাতক আসামি মিরাজ ফকিরের বাড়ি থেকে ৩১ কেজি ৫৪০ গ্রাম ওজনের, ২৪ ইঞ্চি লম্বা ও ১২ ইঞ্চি প্রস্থের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. শাহিন আলম (৩০), পিতা মো. আলমাছ আলী, গ্রাম নওগাঁ (মধ্যপাড়া) এবং মো. আমিরুল ইসলাম (৪৫), পিতা মৃত শফিজ উদ্দিন, গ্রাম শ্রীকৃষ্ণপুর (উত্তরপূর্ব পাড়া), উভয়েই সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মূর্তিটি বিদেশে পাচারের পরিকল্পনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


