পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার ২৪ আগস্ট বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে।
আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিক এবং ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .৬৭ টাকা যা ২০২৩ সালে ছিল .৭০ টাকা, ২০২২ সাল ছিল ১.২১ টাকা, ২০২১ সালে ছিল ২.৩৮ টাকা ও ২০২০ সালে ছিল ১.৮১ টাকা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে ১৮.৪৮ টাকা যা ২০২৩ সালে ছিল ১৮.৮২ টাকা, ২০২২ সালে ছিল ২০.০২ টাকা, ২০২১ সালে ছিল ১৯.৮২ টাকা ও ২০২০ সালে ছিল ১৮.৭৩ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ ও, ২০২১ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২০ সালে দিয়েছে ১২ শতাংশ নগদ এবং ২০১৯ সালে ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ১০০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০০৬ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ৫৩৮ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩ টাকা।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩৩.৫৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৩.০৮ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীর হাতে রয়েছে .৫২ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪২.৮৫ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছের ১৩.৬ টাকা থেকে ২৩.৬ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ১৬.৮ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ১৬.৭ টাকা। ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


