পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ানবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ১৯ আগস্ট নোটিশের জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৮০ টাকা ৬০ পয়সায়। আর গত ১৮ আগস্ট শেয়ারটির দর বেড়ে ২২৭ টাকা ৮০ পয়সায় দাড়ায়। এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৪৭ টাকা ২০ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা যা ২০২৩ সালে হয়েছিল ৩ টাকা ৮৬ পয়সা, ২০২২ সাল ছিল ৩ টাকা ৯২ পয়সা, ২০২১ সালে ছিল ৩.১৩ টাকা ও ২০২০ সালে ছিল .৬২ পয়সা।
কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ হয়েছে ২০২৪ সালে ৬১ টাকা ৮০ পয়সা যা ২০২৩ সালে ছিল ১১৮ টাকা ‘১৪ পয়সা, ২০২২ সালে ছিল ২২৮ টাকা ৫৮ পয়সা, ২০২১ সালে ছিল ২২৫ টাকা ৬৫ পয়সা ও ২০২০ সালে ছিল ২২৫ টাকা ৫৩ পয়সা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ, ২০২৩ সালে দিয়েছে ১০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ স্টক, ২০২২ সালে দিয়েছে ১০০ শতাংশ স্টক, ২০২১ সালে ১০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ৫০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১০ কোটি টাকা ৮০ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ১ কোটি ৮ লাখ ৪৮ হাজার।
ডিএসই’র তথ্য অনুযায়ি ৩১ জুলাই, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩১.০২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৭.৬৮ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৬১.৩ শতাংশ শেয়ার।
তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ১৩৫ টাকা থেকে ৩৫৯ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২২২.৩ টাকা এবং আজকের ওপেনিং দর ছিল ২২৩ টাকা এবং সর্বশেষ সমাপনি দর ছিল ২১৯.৯ টাকা। ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।


