পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৮টি কোম্পানির ২৮ কোটি ৮২ লক্ষ ৪৪ হাজার ৯৯৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৯৫৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩২৫ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩১.৪৯ পয়েন্ট কমে ৫৩৭৯.৪১ ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে ২০৮৬.২২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১১.৯৩ পয়েন্ট কমে ১১৭৭.৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএসসি, বীচ হ্যাচারী, বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, টেকনো ড্রাগস, ওরিয়ন ইনফিউশন, বিকন ফার্মা, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ ও মালেক স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, প্যারামাউন্ট ইন্সুরেন্স, ইস্টার্ন ইন্সুরেন্স, সেন্ট্রাল ইন্সুরেন্স, মেঘনা সিমেন্ট, ক্রিস্টাল ইন্সুরেন্স, ইনটেক লিমিটেড, প্রাইম ইন্সুরেন্স, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স ও রূপালি ইন্সুরেন্স।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- স্টান্ডার্ড সিরামিক, জুট স্পিনার্স, এক্সিম ব্যাংক, মিথুন নিটিং, দেশ গার্মেন্টস, দুলামিয়া কঁন, বেক্সিমকো ফার্মা, রহিম টেক্সটাইল, সিএপিএম বিডিবিএল মি. ফা-১ ও সোশ্যাল ইসলামি ব্যাংক।


