January 13, 2026 - 1:46 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য৩ কার্গো এলএনজি ও ২ লাখ ৪৫ হাজার টন সার কিনবে সরকার

৩ কার্গো এলএনজি ও ২ লাখ ৪৫ হাজার টন সার কিনবে সরকার

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার এবং ১৫ হাজার মেট্রিক টন রক সালফার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, প্রতি এক বা দুই মাস অন্তর গ্যাসের মতো জ্বালানির দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ ছিল, কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন হিসাব-নিকাশ অনুসরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দাম বাড়ায়নি। এটা একটা ভালো দিক।

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে- প্রয়োজনীয় এলএনজির সরবরাহ নিশ্চিত করা। যাতে জ্বালানির দাম বাড়ানোর জন্য আমাদের উপর কোনও চাপ তৈরি না হয়। কারণ এই ধরনের মূল্য বৃদ্ধি গ্রাহকদের পাশাপাশি শিল্পের উপরও প্রভাব ফেলতে পারে।’

অর্থ উপদেষ্টা বলেন, সরকার তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত মূল্যে এলএনজি কিনছে।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮০ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৭৯৬ টাকায় এক কার্গো এলএনজি আমদানি করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৪৪ মার্কিন ডলার।

এছাড়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৭৬ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ৩২৪ টাকায় এক কার্গো এলএনজি ক্রয় করবে। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৩৪ মার্কিন ডলার।

একই প্রক্রিয়ায় যুক্তরাজ্যের মেসার্স টোটাল এনার্জিজ গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৪৮৪ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ২৬৮ টাকায় আরও এক কার্গো এলএনজি ক্রয় করবে সরকার। যার প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৫৪ মার্কিন ডলার।

এছাড়াও, শিল্প ও কৃষি মন্ত্রণালয়ের পৃথক প্রস্তাব অনুযায়ী, সরকার বাংলাদেশের কাফকো থেকে ১৬৯ কোটি ৬৯ লাখ ৪২ হাজার ৫০০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার, জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিন্টর্গ)’ থেকে ১৫৪ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকায় ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩৮৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৪০ টাকায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ৩৯ লাখ ২৪ হাজার ২৮০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার, মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ২১৫ কোটি ৪ লাখ ১৬ হাজার ২৬০ টাকায় ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার, কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৭ কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার এবং আরও একটি চালানে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে ১৭৭ কোটি ৩ লাখ ৪৪ হাজার টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে।

এছাড়াও, শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের ভিত্তিতে সরকার বিভিন্ন উৎস থেকে ৭১ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭৫ টাকায় ১৫ হাজার মেট্রিক টন রক সালফার/ব্রাইট ইয়েলো সালফার/ব্রাইট ইয়েলো সালফার ক্রুড সার সংগ্রহ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক সক্ষমতা প্রমাণ এবং যুদ্ধ করতে চায় তাহলে তেহরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সংবাদমাধ্যম...

নোয়াখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্স্যুরেন্স কর্মকর্তার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ইন্স্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন...

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবী সংগঠন বা অন্য কোন...

আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় সংসদ নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।...

ইসলামী ব্যাংকের ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ২ দিনব্যাপী বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন-এর সমাপনী অনুষ্ঠান রবিবার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে।...

ঝিনাইদহে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। মেলায় সদর...

‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি পেল নেক্সট বাংলাদেশ

কর্পোরেট ডেস্ক: আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘২০২৫ গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করেছে নেক্সট বাংলাদেশ, এবং এর গ্লোবাল শাখা নেক্সট শ্রীলঙ্কা ও নেক্সট মালয়েশিয়া। কর্মস্থলে...

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় লিখিত পরীক্ষা বাতিল করে পুনরায়...