পুঁজিবাজার ডেস্ক: আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০০টি কোম্পানির ৩১ কোটি ৬৭ লক্ষ ৭১ হাজার ৭১৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১০৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার ২০৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৯.০১ পয়েন্ট কমে ৫৪১০.৯০ ডিএস-৩০ মূল্য সূচক ২.৯৪ পয়েন্ট বেড়ে ২১০৪.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.০৭ পয়েন্ট বেড়ে ১১৮৯.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, বিএসসি, বীচ হ্যাচারী, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, আলিফ ইন্ডাস্ট্রিজ, এশিয়টিক ল্যাবরেটোরিজ, সিটি ব্যাংক, ইস্টার্ন হাউজিং ও মালেক স্পিনিং।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা সিমেন্ট, বীচ হ্যাচারী, আইএসএন, আলিফ ইন্ডাস্ট্রিজ, শার্প ইন্ডাস্ট্রিজ, মুন্নু ফেব্রিক্স, হাক্কানী পাল্প, স্যালভো কেমিক্যাল, সোনারগাঁও টেক্সটাইল ও বেক্সিমকো ফার্মা।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এক্সিম ব্যাংক, সিএপিএম বিডিবিএল মি. ফা., প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., এফএএস ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, সমতা লেদার, ফরচুন সুজ, ইউনিয়ন ব্যাংক, ফারইস্ট ফাইন্যান্স ও সিলভা ফার্মা।


