December 15, 2025 - 1:36 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম কালেক্টরেট ভবনের সামনে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবীরা অংশ নেন।

এরপর কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ দেশের নানা স্থানে চাহিদাসম্পন্ন। এখানকার উৎপাদন স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকে। তিনি আরও বলেন, চলনবিলের পানি প্রবাহ রক্ষা করতে হবে, বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। বিল নষ্ট হলে দেশীয় মাছের ঘাটতি দেখা দেবে। কারেন্ট জাল ব্যবহার রোধে সচেতন হতে হবে এবং সবাইকে নিরাপদ ও টেকসই মৎস্যচাষে অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান জানান, যমুনা নদী, চলনবিল, হুরাসাগর ও নিমগাছী প্রকল্পের কারণে সিরাজগঞ্জে মাছ উৎপাদনে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মেট্রিক টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রবীণ মৎস্যজীবী আব্দুস সাত্তার মোল্লা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

বক্তারা উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ, পোনা ও মাছের ডিম সংরক্ষণ, অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জেলার মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা: সিইসি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)...

রাজশাহীর হয়ে বিপিএল খেলবেন নেপালের লামিচান

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচান।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল ফেসবুকে...

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা...

ওসমান হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলে

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া...

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত: নৌপরিবহন উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রশংসিত। রোববার (১৪ ডিসেম্বর)...

ওসমান হাদির অবস্থা অপরিবর্তিত : মেডিকেল বোর্ড

কর্পোরেট সংবাদ ডেস্ক: সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ মো. ওসমান...

এমবিবিএস ভর্তির পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এবার পাসের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ। রোববার...

হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা...