January 14, 2026 - 1:36 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি—দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ সিরাজগঞ্জে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম কালেক্টরেট ভবনের সামনে রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবীরা অংশ নেন।

এরপর কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা, ভিডিওচিত্র প্রদর্শনী এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সিরাজগঞ্জে উৎপাদিত বিভিন্ন প্রজাতির মাছ দেশের নানা স্থানে চাহিদাসম্পন্ন। এখানকার উৎপাদন স্থানীয় চাহিদা পূরণ করে উদ্বৃত্ত থাকে। তিনি আরও বলেন, চলনবিলের পানি প্রবাহ রক্ষা করতে হবে, বদ্ধ জলাশয় বাড়ানো যাবে না। বিল নষ্ট হলে দেশীয় মাছের ঘাটতি দেখা দেবে। কারেন্ট জাল ব্যবহার রোধে সচেতন হতে হবে এবং সবাইকে নিরাপদ ও টেকসই মৎস্যচাষে অংশ নিতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহীনুর রহমান জানান, যমুনা নদী, চলনবিল, হুরাসাগর ও নিমগাছী প্রকল্পের কারণে সিরাজগঞ্জে মাছ উৎপাদনে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বর্তমানে জেলায় মোট মাছের উৎপাদন ৭৫ হাজার ৮৫৯ মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার তুলনায় ২ হাজার ৩২৬ মেট্রিক টন বেশি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রবীণ মৎস্যজীবী আব্দুস সাত্তার মোল্লা, মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকে।

বক্তারা উন্মুক্ত জলাশয়ে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চায়না দুয়ারী জাল ব্যবহার বন্ধ, পোনা ও মাছের ডিম সংরক্ষণ, অবৈধ কেমিক্যাল ও অখাদ্য ফিড ব্যবহারে বিরত থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জেলার মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখা মৎস্যজীবীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সালমান শাহ হত্যা: সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২২ ফেব্রুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রয়াত চিত্রনায়ক সালমান শাহকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী...

সাতক্ষীরায় বাসের ধাক্কায় নিহত ১

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে...

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) ব্যাংকের ব্যবস্থাপনা...

১ কোটি লিটার সয়াবিন, ৪০ হাজার টন সার কিনবে সরকার

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার...

বাংলাদেশের অবস্থান বদলাতে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়ে...

সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও...

গণভোট নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণার নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর আলোকে সংবিধান সংস্কারের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই ঐতিহাসিক গণভোট নিয়ে...