সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এ অংশ নিতে সদর উপজেলা ফুটবল দলের ১৭ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন ফরম স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত ফরমগুলো সত্যায়িত করে দলের ম্যানেজার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান এবং কোচ, জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার মহিউদ্দিন ইবনুল সিরাজীর হাতে তুলে দেন।
আগামী ৩ সেপ্টেম্বর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুরু হবে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে জেলার ৯টি উপজেলা ও সদর পৌরসভাসহ মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেবে। প্রতিটি দলে সংশ্লিষ্ট উপজেলার ১৮ জন খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন বহিরাগত (দেশি বা বিদেশি) খেলোয়াড় খেলতে পারবেন।
সদর উপজেলার যে ১৭ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তারা হলেন—মো. ফাহিম, মো. মানিক, শফিকুল ইসলাম, মাহিন শেখ, ইমরোজ খান, জুলিয়াস আমর তানহা, নাঈম রহমান, মেরাজুল ইসলাম, মো. হৃদয়, আব্দুল আওয়াল, শহীব হোসেন, শাহীন রেজা, মো. শিশির, জয়ন্ত লাল, মামুন হোসেন, সৌরভ আলী শেখ ও জুহান আহমেদ।
উল্লেখ্য, খেলোয়াড়রা কেবল নিজ উপজেলার হয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। অন্য উপজেলার দলে খেলতে হলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার ছাড়পত্র নিতে হবে।


