স্পোর্টস ডেস্ক : আগামী অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শনিবার (১৬ আগস্ট) আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি দিয়ে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ অক্টোবর, বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। এশিয়া কাপের পরই মাঠে গড়াবে এই দ্বিপক্ষীয় সিরিজ।
বাংলাদেশ ও আফগানিস্তানের সিরিজটি মূলত গেল বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। ২০২৪ সালের জুলাইয়ে দুই দলের দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে অতিরিক্ত ম্যাচ থাকার কারণে এই সিরিজটি পরবর্তীতে আয়োজনের শর্তে স্থগিত করা হয়েছিল।
এদিকে আফগানিস্তান সিরিজ শেষ করেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে আথিথিয়তা দেবে বাংলাদেশ দল। এই সফরেও ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং সমান সংখ্যাক ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতেই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে, যেখানে আটটি দল অংশ নেবে। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ ও আফগানিস্তান ১৬ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে। এরপরই শুরু হবে সিরিজ।


