সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের প্রস্তুতি শেষে সিরাজগঞ্জে ‘দৈনিক আমার সিরাজগঞ্জ’ সংবাদপত্রের ঘোষণা পত্র সম্পাদন হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলামের সম্মুখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা পত্র সম্পাদন করা হয়।
পরে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ঘোষণা পত্রে স্বাক্ষর করে এটি সংবাদপত্রের সম্পাদক ও প্রশাসক মো. হারুন অর রশিদ খান হাসানের হাতে তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুর নাহার বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং সহকারী কমিশনার (জেএম শাখা) মো. নিয়ামত আলী খান হিমেল উপস্থিত ছিলেন।
নিয়ম অনুযায়ী, আজকের তারিখ থেকে তিন মাসের মধ্যে দৈনিকটি প্রকাশ করতে হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, শিগগিরই রঙিন রূপে ‘দৈনিক আমার সিরাজগঞ্জ’ পাঠকের হাতে পৌঁছে যাবে।


