মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় এলাকার আয়েশা খাতুনের কাছে ৩০ বোতল ফেনসিডিল পাওয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হয় অপর আসামি শামসুলকে খালাস দেয়া হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সালেহুজ্জামান এক রায়ে সাজা দিয়েছেন। আয়েশা খাতুন বাড়ি যশোর শহরের চাঁচড়া রেলগেট এলাকার দেলোয়ারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার হুমায়ুন কবীর।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ১৬ জুন বিকেলে যশোরের শার্শা উপজেলায় বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা বাজারে অভিযান চালিয়ে আয়েশা খাতুনকে আটক করে। এ সময় পালিয়ে যায় অপর আসামি শামসুল। আয়েশার কাছ থেকে দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাগআঁচড়া (ফাঁড়ী) তদন্ত কেন্দ্রের এএসআই রবিউল ইসলাম ওই দুইজনের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলা তদন্ত শেষে দুই আসামিকে অভিযুক্ত করে ৩১ জুলাই আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ সুজাত আলী।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আয়েশা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আয়েশা খাতুন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।


