December 9, 2025 - 5:12 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশসিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, নদীগর্ভে বিলীন দেড় শতাধিক ঘরবাড়ি

সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি, নদীগর্ভে বিলীন দেড় শতাধিক ঘরবাড়ি

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কাজিপুর উপজেলার চরাঞ্চলে তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। গত ১৫ দিনে দেড় শতাধিক পরিবারের বসতবাড়ি ও প্রায় দুইশ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মুখে রয়েছে আরও হাজারো পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ আবাদি জমি। জিওব্যাগ ফেলার পরও ভাঙন নিয়ন্ত্রণে আসছে না। ফলে ক্ষতিগ্রস্ত মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে যমুনার পানি ৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৪৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে জেলা সদরের হার্ড পয়েন্টে পানি ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ০৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, মাইজবাড়ী, খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, মনসুর নগর ও চরগিরিশ ইউনিয়নের বিভিন্ন চরে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। কোথাও ভাঙন দ্রুত, কোথাও ধীর গতিতে হলেও ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন মানুষ। পানিবৃদ্ধির কারণে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে নদীভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিবছর বর্ষায় ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। শ্রীপুর ও ফুলজোড় গ্রামের বাসিন্দারা জানান, সামান্য পানিবৃদ্ধিতেই ভাঙন শুরু হয়। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ শতাধিক বিঘা জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

খাসরাজবাড়ী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের আমজাদ হোসেন বলেন, “এ বছরসহ জীবনে ১২ বার ভাঙনের শিকার হয়েছি। আর সহ্য করতে পারছি না।” স্থানীয় ইউপি সদস্য বাবলু মিয়া জানান, তার ওয়ার্ডে ৬০-৭০টি পরিবারের ঘরবাড়ি মাত্র দুই সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে, তবে সরকারি কোনো সহায়তা মেলেনি।

কাজিপুর উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম মুন্টু জানান, খাসরাজবাড়ী এলাকায় প্রায় ২০০ মিটার জুড়ে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন ঠেকাতে গোটা এলাকায় জিওব্যাগ ফেলতে হবে।

খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইফুল ইসলাম বলেন, “আমার ইউনিয়নে শতাধিক পরিবারের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হাইস্কুল ও মসজিদ ভাঙনের মুখে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে।”

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, স্থায়ীভাবে ভাঙন রোধের বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

সূচকের উত্থানে লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার...

লিবরা ইনফিউশনসে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিবরা ইনফিউশন লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানিটির সচিব...

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘‘ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে”।...

যমুনা ব্যাংকের “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” উদ্বোধন

কর্পোরেট ডেস্ক: যমুনা ব্যাংক পিএলসি এর ঢাকার প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে হজ ও ওমরাহ যাত্রীদের জন্য “হজ অ্যান্ড ওমরাহ প্রিপেইড কার্ড” নামে ২টি পৃথক...

কমলগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা এলাকায় মোঃ আক্কাছ মিয়া (২২) রহস্যজনকভাবে মৃত্যু হয়েছেন। নিহত আক্কাছ ওই গ্রামের মোঃ আব্বাস মিয়ার বড়...

জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর)...

লটারির মাধ্যমে আরএমপির ১২ থানার ওসি রদবদল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। রোববার...

রবি’র মাঠকর্মীদের জন্য পরিবেশ-বান্ধব ‘সুপার বাইক’

কর্পোরেট ডেস্ক: টেকসই সবুজ যাতায়াত এবং গ্রামীণ এলাকায় ডিজিটাল সেবার সম্প্রসারণে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রবি আজিয়াটা পিএলসি। প্রতিষ্ঠানটি মাঠপর্যায়ে ব্যবহারের জন্য পরিবেশ-বান্ধব ‘রবি...