December 15, 2025 - 9:44 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্যআমদানি খরচ বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ

আমদানি খরচ বাড়ায় বেনাপোল বন্দর দিয়ে মাছ আমদানি বন্ধ

spot_img

মনির হেসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। কাস্টমসের নতুন নিয়মে খরচ বৃদ্ধির অভিযোগ এনে রোববার ১০আগস্ট থেকে এ মাছ আমদানি বন্ধ হয়ে যায়। এতে ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সরকারও বড় অংকের রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে।

ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানের চিরাচরিত অনিয়ম ঠেকাতে কিছু নিয়ম করা হয়েছে।

জানা যায়, নানান প্রতিবন্ধকতায় গত অর্থবছরে ভারত থেকে মাছ আমদানি কমেছে ১৮ হাজার ৩৭৫ মেট্রিক টন।

বাণিজ্যিক সংশিষ্টরা জানান, ভারত থেকে যেসব খাদ্য দ্রব্য আমদানি হয় তার মধ্যে বড় একটি অংশ রয়েছে বরফায়িত মিঠা পানির মাছ ও সামুদ্রিক মাছ। রাজস্ব বোর্ড কর্তৃক সামুদ্রিক মাছে কেজি প্রতি শুল্ক নির্ধারণ করা আছে ৫০ সেন্ট মার্কিন ডলার, যা বাংলাদেশি ৩৮ টাকা। কিন্তু বর্তমানে বেনাপোল কাসটমস হাউস নির্ধারিত শুল্ক ৫০ সেন্টের পরিবর্তে ৭৫ সেন্ট আদায় করছে। এতে করে আমদানি কারকদের প্রতি চালানে অতিরিক্ত ২৫ সেন্ট বা বিশ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে।

এছাড়াও আমদানিকৃত ট্রাকে বরফাফিত যে ধরনের মাছ থাকুক না কেন ৮০ শতাংশ মিঠা পানি (সুইট ফিশ) ও ২০ শতাংশ সামুদ্রিক মাছ (সি ফিশ) নির্ধারন করে শুল্ককর নেওয়া হচ্ছে। মিঠা পানির মাছ কেজি প্রতি আমদানি শুল্ক ৭৬ টাকা ও সামুদ্রিক মাছ কেজি প্রতি আমদানি শুল্ক ৪৬ টাকা। এখানেও লোকসানে পড়ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।

এছাড়া পণ্যবাহি ট্রাকের চাকা অনুপাতে করতে হয় শুল্ক পরিশোধ। কাস্টমসের ডেপুটি কমিশনার মির্জা রাফেজা সুলতানা মাছ আমদানির বিষয়ে তদারকি করে থাকেন। বিষয়টি নিয়ে তার সাথে কথা বলা হলেও সুরাহ হয়নি। বাধ্য হয়ে ব্যবসায়ীরা বন্ধ রাখে ভারত থেকে মাছ আমদানি।

তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, বরফায়িত মাছের ওজন নির্নয় ও সঠিক ভাবে রাজস্ব আয়ে কিছু নিয়ম করা হয়েছে। এসব নিয়ে কারো কোন অভিযোগ থাকলে কাস্টমস কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের কথা বলার সুযোগ রয়েছে।

মাছবাহী ট্রাক চালক রাহুল জানান, মাছ আমদানি বন্ধ থাকায় দু’দিন ধরে তিনি ট্রাক নিয়ে বন্দরে দাড়িয়ে আছে।

বেনাপোল বন্দরের শ্রমিকরা জানান, এমনিতেই বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি অর্ধেকের নিচে কমে এসেছে। এরপর আবার মাছ আমদানি বন্ধ থাকায় অনেক শ্রমিকরা বেকার হয়ে পড়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে আমদানিকৃত মাছে ২ থেকে ৩ কোটি টাকা রাজস্ব আসে সরকারের। বিষয়টি নিয়ে কাস্টমসের সাথে কথা বলা হলেও কোন প্রতিকার মেলেনি। সবমিলিয়ে আমদানি খরচ বাড়ায় বাধ্য হয়ে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা।

বেনাপোল বন্দর ফিসারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তা আসওয়াদুল আলম জানান, শনিবার থেকে ভারত থেকে মাছ আমদানি হয়নি। তবে, মাছবাহী ট্রাক ঢুকলে দ্রুত খালাসের সব ব্যবস্থা তাদের রয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন জানান, তিনি মাত্র কয়েকদিন হলো বেনাপোল কাস্টমস হাউসে যোগাদান করেছেন। এজন্য, মাছ আমদানিতে শুল্ককর পরিশোধের ক্ষেত্রে নতুন করে কোন নিয়ম চালুর বিষয়টি তার জানা নেই। তবে বরফায়িত মাছের ওজন নির্নয় ও সঠিকভাবে রাজস্ব আদায়ে কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। এসব নিয়ে কোন ব্যবসায়ীরা এখন পর্যন্ত তাদের কাছে অভিযোগ জানাতে আসেনি। তবে কাস্টমসের সাথে তাদের আলোচনা করার সুযোগ রয়েছে বলে জানান কাস্টমস কমিশনার।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন: তারেক রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া স্বাধীনতাযুদ্ধ ওই বছর...

নিজ বাড়িতে সস্ত্রীক খুন হলিউডের কিংবদন্তী অভিনেতা

বিনোদন ডেস্ক: নিজ বাড়ি থেকে উদ্ধার হলো হলিউডের কিংবদন্তী পরিচালক-অভিনেতা রব রাইনা ও তার স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার মরদেহ। রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে মার্কিন...

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

কর্পোরেট ডেস্ক: শীর্ষস্থানীয় শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজকে ৮ লক্ষ টাকা অনুদান দিয়েছে।...

বিডি ল্যাম্পসের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বিডি ল্যাম্পস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করেছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।...

শেখ হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

কর্পোরেট সংবাদ ডেস্ক: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড...

এডিএন টেলিকমের ২২তম এজিএম অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: এডিএন টেলিকম লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৫ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে। এ বছরের এজিএমটি হাইব্রিড ফরম্যাটে আয়োজিত হয়, যেখানে...

হাদির হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না-নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহ ব্যুরো: বিজিবি ময়মনসিংহ রিজিয়নের সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথ ব্যবহার করে ভারতে...