সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ ব্যতিক্রমী আয়োজন ঢাকা–পাবনা মহাসড়কে অনুষ্ঠিত হয়েছে।
নবীনবরণ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অডিটোরিয়ামে হওয়ার কথা থাকলেও সেটির ধারণক্ষমতা মাত্র ৬০ জন হওয়ায় ২৫০ জন নতুন শিক্ষার্থীর জন্য তা অপর্যাপ্ত হয়ে পড়ে। স্থায়ী ক্যাম্পাস না থাকায় এবং পর্যাপ্ত অবকাঠামোর অভাবে শিক্ষার্থীরা মহাসড়কে নবীনবরণের দাবি জানান। শিক্ষকদের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়কে সকাল ১০টায় ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়। এ সময় ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান নবীনদের উদ্দেশে বক্তব্য রাখেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হবে।
এক নবীন শিক্ষার্থী বলেন, “এটি নতুন ও ভিন্নধর্মী অভিজ্ঞতা। প্রথম দিনেই স্থায়ী ক্যাম্পাস আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আশা করি সরকার দ্রুত দাবি পূরণ করবে।”
ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম জানান, “আমাদের অডিটোরিয়াম খুব ছোট—মাত্র ৬০ জন বসতে পারে। অথচ নতুন শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। তাই রাস্তায় অনুষ্ঠান করতে হয়েছে। আমরা চাই সরকার দ্রুত ডিপিপি অনুমোদন দিক, যাতে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আরও প্রাণবন্ত হয়।”
প্রতিষ্ঠার নয় বছর পার হলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি এখনো অনুমোদন পায়নি। বারবার সংশোধনের পরও প্রায় ৫১৯ কোটি ১৫ লাখ টাকার বরাদ্দ চূড়ান্ত হয়নি। এ কারণে দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করে আসছেন। গত ২৬ জুলাই “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস” কর্মসূচি বয়কটের মাধ্যমে তারা এই দাবি পুনরায় উত্থাপন করেন। স্থানীয় ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছে—সমস্ত শর্ত পূরণ সত্ত্বেও কেন প্রকল্পটি অনুমোদন পাচ্ছে না।


