সিরাজগঞ্জ প্রতিনিধি: বহু প্রতীক্ষিত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে আগামী ৩ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে। উদ্বোধনী খেলায় ‘ক’ গ্রুপের সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ মুখোমুখি হবে সদর পৌরসভা একাদশের। ম্যাচ শুরু হবে বিকেল ৩টায়।
রবিবার (১০ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় টুর্নামেন্টের বাইলজ চূড়ান্ত ও লটারির মাধ্যমে খেলার ফিকশ্চার নির্ধারণ করা হয়। এ বছর প্রতিযোগিতায় দুই গ্রুপে বিভক্ত হয়ে ১০টি দল নকআউট পদ্ধতিতে অংশ নেবে।
অংশগ্রহণকারী দলগুলো হলো—সিরাজগঞ্জ সদর উপজেলা, সদর পৌরসভা, কাজিপুর উপজেলা, কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা এবং বেলকুচি উপজেলা পরিষদ। প্রতিটি দলে ১৮ জন খেলোয়াড়ের মধ্যে ১৪ জন স্ব-উপজেলার এবং ৪ জন বহিরাগত খেলোয়াড় থাকতে পারবেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ.জা. মু. আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ ৯টি উপজেলার ইউএনওবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মো. নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন, প্রাক্তন ফুটবলার মাহমুদুল হাসান খোকন, হেদায়েতুল ইসলাম ফ্রুট, স্ট্যালিন, খোকন এবং জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. রেজাউল ইসলাম।
দীর্ঘদিন পর শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবল আয়োজনকে ঘিরে জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।


