December 14, 2025 - 11:42 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeকর্পোরেট-অর্থ ও বাণিজ্যঅর্থ-বাণিজ্য৫ মাসের মধ্যে চালু হবে রূপপুর এনপিপি’র প্রথম ইউনিট

৫ মাসের মধ্যে চালু হবে রূপপুর এনপিপি’র প্রথম ইউনিট

spot_img

অর্থ-বাণিজ্য ডেস্ক: পাবনার রূপপুরে রাশিয়া নির্মিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) ১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা-সম্পন্ন প্রথম ইউনিট চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৫ সালের জানুয়ারিতে নির্ধারিত সময় অনুযায়ী উৎপাদন শুরু করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, ‘ইউনিটটির পরীক্ষামূলক চালনা শুরু হলে ধীরে ধীরে সর্বোচ্চ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন শুরু করবে।’

তিনি জানান, জ্বালানি ভর্তি হওয়ার পর প্রথম ইউনিটটি ধারাবাহিকভাবে ১০ মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে এবং ‘জ্বালানি লোড করতে আমাদের এক মাস সময় লাগবে’।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জন্য একাধিক পরীক্ষা দরকার, যা দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মান ও গুণগত মান যাচাইয়ের গ্যারান্টি টেস্ট।’

আরএনপিপি কর্মকর্তারা জানান, কেন্দ্রটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য প্রায় ২,০০০ প্রশিক্ষিত জনবল প্রয়োজন হবে। এখন পর্যন্ত প্রায় ১,০০০ জন আন্তর্জাতিক মান বজায় রেখে প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের দক্ষতা বাড়ানোর জন্য আরও প্রশিক্ষণ কর্মসূচি চলছে।

সম্পর্কিত এক অগ্রগতিতে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ইতোমধ্যে নতুন নির্মিত রূপপুর-গোপালগঞ্জ গ্রিড লাইনের মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালনের পরীক্ষা সম্পন্ন করেছে।

পিজিসিবির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ১৫৮ কিলোমিটার দীর্ঘ ২,০০০ মেগাওয়াট ধারণক্ষমতা-সম্পন্ন ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট ট্রান্সমিশন লাইন আগামী বছরের মে মাসে বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রস্তুত হয়েছে।

তিনি জানান, ২ জুন, ২০২৫ তারিখে ট্রান্সমিশন লাইনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এছাড়া তিনি জানান, আরও দুটি ট্রান্সমিশন লাইন- রূপপুর-বগুড়া ৪০০ কেভি সিঙ্গেল সার্কিট (ক্ষমতা ২,০০০ মেগাওয়াট) জুন ২০২৪-এ এবং রূপপুর-বাঘাবাড়ী ২৩০ কেভি ডাবল সার্কিট (ক্ষমতা ২,০০০ মেগাওয়াট) মে ২০২২-এ সম্পন্ন হয়েছে।

‘এই তিনটি ট্রান্সমিশন লাইন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রস্তুত রয়েছে,’ বলেন হোসেন।

তিনি জানান, বর্তমানে পিজিসিবি আরও দুটি ট্রান্সমিশন লাইন নির্মাণ করছে- রূপপুর-ঢাকা (কালিয়াকৈর-আমিনবাজার) ৪০০ কেভি ডাবল সার্কিট (ক্ষমতা ৪,০০০ মেগাওয়াট) এবং রূপপুর-ধামরাই ২৩০ কেভি ডাবল সার্কিট (ক্ষমতা ২,০০০ মেগাওয়াট)—যা ২০২৬ সালের জুনে সম্পন্ন হবে।

আরএনপিপি প্রকল্পের তথ্য অনুযায়ী, রাশিয়ার রসাটম স্টেট করপোরেশন ইতোমধ্যে গত জুনে প্রথম ইউনিটে জ্বালানি লোডের আগে রিঅ্যাক্টর কন্টেইনমেন্ট পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

দলিলপত্রে কন্টেইনমেন্ট ডিজাইনের সকল শর্ত ও সর্বোচ্চ নিরাপত্তা মান পূরণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অস্বাভাবিক পরিস্থিতিতে সৃষ্ট অভ্যন্তরীণ চাপ সহ্য করার সক্ষমতা ও কাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে একাধিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

খুব শিগগিরই প্রথম ইউনিটে ‘হট মিডিয়া টেস্ট’ হবে, যেখানে প্রাথমিক কুল্যান্ট সার্কিটকে নির্ধারিত মানে উত্তপ্ত করা হবে এবং বাষ্প উৎপাদন করা হবে’।

তারা জানান, এছাড়াও নিরাপত্তামূলক মোডে বিভিন্ন পরীক্ষা হবে, যার মধ্যে বাষ্প নির্গমনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতির কার্যক্রমও রয়েছে।

সম্প্রতি রসাটম এক বিবৃতিতে বলেছে, ‘রসাটমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হচ্ছে নিরাপত্তা; তাই প্রকল্পে সব বাধ্যতামূলক মান ও শর্ত পূরণে জোর দেওয়া হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, আরএনপিপিতে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর রয়েছে, যা দুই ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম।

রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে, যেখানে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর নিরাপত্তা মান, প্রাসঙ্গিক দিকনির্দেশনা ও আন্তর্জাতিক সেরা অনুশীলন অনুসরণ করা হচ্ছে।

২০১৭ সালের ৩০ নভেম্বর নির্মাণ কাজ শুরু হয়। আইএইএ-এর নিয়ম মেনে সব শর্ত পূরণের পর বাংলাদেশ রূপপুর প্রকল্পে পারমাণবিক জ্বালানি আমদানি ও সংরক্ষণের লাইসেন্স পায়।

২০১১ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম ও বাংলাদেশ সরকার রূপপুরে এই প্রকল্প নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করে। ষূত্র-বাসস।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ সংবাদ

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ শহর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এর মধ্য...

বিপিএল মাতাতে আসছেন মঈন আলি

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতে জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক: সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ভয়াবহ ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ হামলায় ছয়জন নিহত এবং আরও বেশ...

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। শনিবার (১৩...

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক ১

কর্পোরেট সংবাদ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‌্যাব। এই ঘটনায়...

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

কর্পোরেট সংবাদ ডেস্ক: শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তারা দেশের...

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ...

সুদানে ৬ সেনা নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহতের ঘটনায় শোক প্রকাশ...