পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৩ আগস্ট-৭ আগস্ট) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির গড়ে ৩৪ কোটি ৯১ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে ও ৩৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার দ্বিতীয় স্থানে এসেছে সিটি ব্যাংক পিএলসি এবং তালিকার তৃতীয় স্থানে থাকা যমুনা ব্যাংক পিএলসির ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- উত্তরা ব্যাংক পিএলসির ২২ কোটি ৩৬ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক পিএলসির ২১ কোটি ৪৮ লাখ টাকা, মালেক স্পিনিং মিলস পিএলসির ১৯ কোটি ৪৭ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৭ কোটি ৪০ লাখ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৭ কোটি ২৭ লাখ টাকা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১৬ কোটি ৯৯ লাখ টাকা এবং বিএসসিপিএলসি ১২ কোটি ১৭ লাখ টাকা।


